
স্পোর্টস ডেস্ক :রবিবার দিনটি কলকাতা ফুটবল লিগের ইতিহাসে একটা অনন্য দিন হিসেবে থেকে যাবে। প্রিয় দলের খেলা দেখতে এসে অকালে প্রয়াত মহামেডান সমর্থক সিরাজউদ্দিন এর জন্য একটা ম্যাচ উৎসর্গ করা হল। এদিন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের মহামেডান স্পোর্টিং ক্লাব ও খিদিরপুর স্পোটিং ক্লাবের মধ্যে খেলাটি আগেই চ্যারিটি ম্যাচের ঘোষনা করা হয়েছিল। এদিন মহামেডান স্পোর্টিং/ হাওড়া ইউনিয়ন মাঠে আয়োজিত এই ম্যাচের বিরতিতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিং রাজ্য সরকার এর ক্রীড়া দফতরের তরফে ২ লক্ষ টাকা, আইএফএ এর তরফে সচিব অনির্বাণ দত্ত সংস্থার পক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার ক্লাবের পক্ষ থেকে ১ লক্ষ টাকা তুলে দেন প্রয়াত সমর্থক সিরাজউদ্দিন এর পুত্র মেরাজ উদ্দিনের হাতে। উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক সাজেদ মোল্লাও ১০ হাজার টাকা তুলে দেন প্রয়াত ফুটবল প্রেমীর পরিবারের হাতে। বিরতিতে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএফএ সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, বিশ্বজিৎ ভাদুড়ী, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কামারুদ্দিন,।