
স্পোর্টস ডেস্ক :Ifa এর সচিব পদে বসেই ফুটবলকে উন্নত করার চেষ্টা করছেন অনির্বাণ দত্ত। এবার বাচ্চাদের জন্য নিয়ে এলেন নতুন উদ্যোগ। প্রত্যেক ডিভিশনের বাচ্চাদের দেওয়া হচ্ছে ম্যাচে এনার্জি ড্রিংক। যা কলকাতা ময়দানে প্রায় প্রথম। অনেক আগে একবার এই উদ্যোগ চালু হয় মাত্র কয়েকদিনের জন্য। তারপর শুধুমাত্র প্লেয়াররা জলই পেতো। এবার এনার্জি ড্রিংক। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন,’এই বছর কলকাতায় প্রচুর গরম আর আদ্রতা। আমি আগেই ভাবনাচিন্তা করেছিলাম এমন কিছু করার। একটি কোম্পানির সঙ্গে আমরা কথা বলি ওরা সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় এই জন্য ওদের ধন্যবাদ জানাই।’ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচেও কি এমন কিছু করা হবে! অনির্বাণ জানালেন,’অবশ্যই আমরা এর থেকে ভালো কিছু করার কথা চিন্তা করছি। আগে বাচ্চাদের দিয়ে শুরু করছি। সত্যিই ওদের খুব কষ্ট হয়।’সূত্রের খবর শুধু এভাবেই থেমে থাকবে না আইএফএ। প্রিমিয়ার ডিভিশনের মত প্রত্যেক ডিভিশনেই ট্রফির ভাবনা শুরু আইএফএর।