
স্পোর্টস ডেস্ক :ঘরোয়া লিগের নিচের ডিভিশনে গড়াপেটার বিষয়টা নতুন কোনও বিষয় নয়। তবে, প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে এমন গড়াপেটার ঘটনা খুব একটা সামনে আসেনি। এ বার তেমনই অভিযোগ উঠল কলকাতা লিগে।
পিয়ারলেস বনাম টালিগঞ্জ অগ্রগামীর মধ্যে হওয়া ম্যাচকে ঘিরে গড়াপেটার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আইএফএ সচিব অনির্বাণ দত্তের কানে পৌঁছতেই শক্ত হাতে তা মোকাবিলার জন্য কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এই বিষয় তদন্ত করার জন্য কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়েছেন আইএফএ সচিব।প্রিমিয়ার ডিভিশনে এই দুই দলের খেলা শেষ হয়েছিল পিয়ারলেসের পক্ষে ১-০ ব্যবধানে। পিয়ারলেসের পক্ষে গোলটি করেছিলেন সজন সাহানি। কলকাতা লিগ এখনও পর্যন্ত বেশ ভাল ভাবেই এগিয়ে চলেছে। অনির্বাণ দত্তের তত্ত্বাবধানে লিগকে অন্যমাত্রা দেওয়ার চেষ্টা করছে বাংলার ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তিন প্রধান প্রথম থেকেই খেলছে এ বার এবং সম্পূর্ণ স্বদেশি স্কোয়াড নিয়ে দলগুলি যথেষ্ট চিত্তাকর্ষক ফুটবল উপহার দিচ্ছে।