
স্পোর্টস ডেস্ক :চলতি কন্যাশ্রী কাপে দীপ্তি সংঘ ও জি সি রায় মেমোরিয়াল এর মধ্যে খেলায় অশান্তি ও মারামারির অভিযোগে জি সি রায় মেমোরিয়াল দলকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, জি সি রায় মেমোরিয়ালের কোচ অরূপ ঘোষ ও টেকনিক্যাল ডিরেক্টর দিবাকর বসু কে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। অপর দিকে দীপ্তি সংঘ এর কোচ পার্থ ঘোষকে মাঠে উত্তেজনা সৃষ্টি এবং রেফারিকে অশ্রাব্য ভাষা প্রয়োগের জন্য দু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশন এ টালিগঞ্জ অগ্রগামী ক্লাব ও ওয়ারী ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ইতিমধ্যেই আইএফএ কলকাতা পুলিশ কে জানিয়েছে। তাদের তরফ থেকে কিছু না জানান পর্যন্ত এই দুটি দল কে সাসপেন্ড করা হয়েছে।অভিযুক্ত ওরায়ির কোচ মিকি ফার্নান্দেজ এবং টলিগঞ্জ অগ্রগামীর ফুটবলার শুভদীপ গুন্ কেও পুলিশি তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে | প্রিমিয়ার ডিভিশন লিগে কোচের নির্ধারিত যোগ্যতামান না থাকা সত্ত্বেও কোচ নিয়োগের জন্য খিদিরপুর ক্লাব কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার আইএফএ অফিসে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গুলি গৃহীত হয়। বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধক্ষ্য দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।