
স্পোর্টস ডেস্ক :ভারতীয় ফুটবলের দুই চিরকালীন স্তম্ভ বাংলা ও গোয়া ফুটবল সস্থা নিজেদের মধ্যে মেলবন্ধনে প্রয়াসী হল। সোমবার আইএফএ অফিসে গোয়া ফুটবল সংস্থার সভাপতি ডঃ কাইতানো জোস ফার্নান্ডেজ সংস্থার সহ সভাপতি অ্যান্টোনি প্যাঙ্গো ও কার্যকরী কমিটির সদস্য কিস্তোদো ফার্নান্ডেজ এক বৈঠকে মিলিত হন আইএফএর শীর্ষ কর্তাদের সঙ্গে। এই বৈঠকে ফুটবলের সামগ্রিক উন্নয়ন এর লক্ষ্যে দুই সংস্থা এক যোগে কি ভাবে কাজ করতে পারে সেই নিয়ে তার রূপ রেখা তৈরি হয়। আইএফএ র পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার,সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, শুভাশিস সরকার, নজরুল ইসলাম। এর আগে আইএফএ এর পক্ষে তাঁদের স্মারক ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। গোয়া ফুটবল সংস্থার সভাপতি ডঃ কাইতানো ফার্নান্ডেজ এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত। বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় ফুটবলের দুই প্রধান শক্তির মধ্যে এই আলোচনা খুবই সদর্থক হয়েছে। বিভিন্ন বয়স ভিত্তিক খেলোয়াড়দের মধ্যে আদান প্রদান, রেফারিং, কোচেস ডেভলপমেন্ট, মহিলা ফুটবল, গ্রাসরুট ডেভলপমেন্ট,ফুটবলের এই ক্ষেত্রগুলোর উন্নয়নের লক্ষ্যে দুই সংস্থা প্রয়াস নেবে। তাঁর বিশ্বাস ভারতীয় ফুটবলের অগ্রণী দুটি রাজ্য সংস্থার এই মেলবন্ধন আগামী দিনে ভারতীয় ফুটবলে এক নতুন অধ্যায় রচনা করবে।