
নিজস্ব প্রতিনিধিঃ রবিবার গভীর রাতে বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপত্তি ঘটে গার্ডেনরিচে। এবার বেআইনি নির্মানে কড়া আদালত। বেআইনি নির্মান হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোন স্থগিতাদেশ নয় বলে জানাল কলকাতা হাইকোর্ট। বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে বলে মন্তব্য বিচারপতি সিনহার। আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরণের মামলায় কোন হস্তক্ষেপ করবে না। বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোন মামলার অনুমতি নয় মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। মঙ্গলবার বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা, তিনিটি মামলাই গ্রহণ করলেন না তিনি।