
সুমন্ত দাশ গুপ্ত, তামসী রায় প্রধান এবং শেখ চিকু, ওঙ্কার বাংলাঃ বছরের শেষে ঘন কুয়াশার চাদরে মুড়েছে উত্তর ভারত। দিল্লি, পঞ্জাব, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানাতে দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। আগামী দু’দিন আরও জাঁকিয়ে ঠান্ডা এবং কুয়াশার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এদিকে, বঙ্গের দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা, আর কলকাতায় শীত! সে আসবে নতুন বছরে।
কুয়াশাচ্ছন্ন আকাশ, বরফ ছোঁয়া বাতাস, এক কথায় কনকনে উত্তর ভারত। কুয়াশার দাপটে দিল্লি, পঞ্জাব, উত্তর প্রদেশ,হরিয়ানাতে দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। দক্ষিণ-পূর্ব উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম বিহার এবং উত্তর পশ্চিম রাজস্থানের ও একই আবস্থা। দিল্লি এবং নয়ডা এলাকার জন্য ‘কোল্ড ডে’ অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। উত্তর ভারতে বিমান পরিষেবা, রেল পরিষেবা এবং সড়ক পথে চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। বিঘ্নিত স্বাভাবিক জনজীবন। আগামী দু’দিন কুয়াশা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিন শীতলতম দিনের পূর্বাভাস রয়েছে মৌসম ভবনের তরফে। এ হেন তাপমাত্রার পূর্বাভাস বেজায় খুশি শীতপ্রেমীরা।
নতুন বছরে দক্ষিণবঙ্গে ফের পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তে কার্যত উধাও হয়ে যাচ্ছে শীত। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে।
উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়। আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে।