
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার টেস্ট ম্যাচ হারের জের এবারে দেশের ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন পাকিস্তানের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান এখন জেলে রয়েছেন। আর জেলে বসেই এক সংবাদমাধ্যকে জানালেন,ক্রিকেট একমাত্র খেলা যা এই দেশের সকলে টেলিভিশনে দেখেন। কিন্তু সেই খেলাটাও এই দেশের অশিক্ষিত ও অকর্মন্য ক্রিকেট বোর্ড নষ্ট করে দিচ্ছে। ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে ওরা। নিজেদের স্বার্থ মেটানোর চেষ্টা করছে বোর্ড।প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা নক আউটে উঠতে পারিনি। এ বার প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হেরেছি। আড়াই বছর আগে এই পাকিস্তানই তো ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। তা হলে আড়াই বছরে কী এমন হল যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই হারের দায় বোর্ডের। ওদের দায় নিতেই হবে।”