
নিজেস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসেই চিঠি দিলেন ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে। চিঠিতে তিনি লিখেছেন, ইসলামাবাদের জন্য নতুন করে কোনও ঋণের অনুমোদন দেওয়ার আগে যেন নির্বাচনী ফলাফলের একটি অডিট করা হয়। জেলবন্দি ইমরান দেশের জন্য কেন আটকাতে চাইছে ঋণ? এপ্রসঙ্গে ইমরান জানিয়েছেন, ‘আমাদের দেশের যা আর্থিক হাল, এই অবস্থায় যদি পাকিস্তান নতুন করে ঋণ নেয়, তাহলে সেই ঋণের টাকা ফেরত দেবে কে?’ ইমরান আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, দেশের বেহাল অর্থনৈতিক পরিস্থিতিতে যদি নতুন করে ঋণ নেওয়া হয়,তবে চাপ বাড়বে ইসলামাবাদের উপর। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পাকিস্তানের দারিদ্র।