
থানের পর নয়ডায় ফের লিফট বিপর্যয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শুক্রবার সকালে গ্রেটার নয়ডার গৌর সিটির কাছে একটি বহুতলের লিফট ভেঙে পড়ে। ঘটনায় মৃত ৪ শ্রমিক। জখম হয়েছেন আরও ৫ জন। আহতদের সকলকেই উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জেলাশাসক মণীশ ভার্মা জানিয়েছেন, ঘটনার সময়ে ৯ জন ছিলেন লিফটের মধ্যে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় লিফটে থাকা ৪ জনের। গুরুতর অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কী করে লিফটটি ভেঙে পড়ল তার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মহারাষ্ট্রে থানেতে লিফট বিপর্যয়ে মৃত্যু হয়েছিল ৭ শ্রমিকের। ৪০ তলার ওই বহুতল থেকে ভেঙ্গে পড়ে লিফটটি