
সুমন্ত দাশ গুপ্ত, ওঙ্কার: কাশ্মীরে ফের বড়সড় জঙ্গি হামলা। গুলি করে একাধিক পরিযায়ী শ্রমিককে খুন করেছে জঙ্গিরা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক খুন হয়েছে ভূ-স্বর্গে। আহত হয়েছেন আরও কয়েক জন। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান
কাশ্মীরের অন্যতম পর্যটনকেন্দ্র সোনমার্গ। রবিবারের সন্ধেতেই সেখানে পরিযায়ী শ্রমিকদের গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। গান্দেরওয়াল জেলায় গগনগীর থেকে সোনমার্গ পর্যন্ত তৈরি হওয়া সুড়ঙ্গের কাজে নিযুক্ত শ্রমিকদের তাবুতে হামলা চলায় জঙ্গিরা। আর তাতেই এক চিকিৎসক সহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ফের বড়সড় হামলা হল উপত্যকায়। এই মুহূর্তে ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর একাধিক দল রয়েছে। এলাকার আশপাশ ঘিরে ফেলেছেন জওয়ানরা। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
হামলাকে ‘জঘন্য এবং কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, ”একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণে কাজ করছিলেন শ্রমিকরা। নিরস্ত্র মানুষকে এভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”
উল্লেখ্য, কাশ্মীরে সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এই সুড়ঙ্গপথ তৈরি করছে কেন্দ্র। তুষারধস প্রবণ রাস্তার বিকল্প হিসাবে এই সুড়ঙ্গপথটি তৈরি করা হচ্ছে। প্রাথমিক ভাবে স্থানীয় সূত্রে খবর, মৃতেরা ওই নির্মাণ প্রকল্পে শ্রমিকের কাজ করছিলেন। এলাকায় নির্মীয়মাণ সুড়ঙ্গের কাছেই তাঁদের উপর হামলা হয়েছে।