
স্পোর্টস ডেস্ক :
৪৭ রানে জয় দিয়ে বিশ্বকাপে সুপার এইট অভিযান শুরু টিম ইন্ডিয়ার। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব। তাছাড়া ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই। ৭ রানে ৩ উইকেট নিয়ে আফগানদের মেরুদণ্ডই ভেঙে দেন জসপ্রীত বুমরাহ। তিন উইকেট পান অর্শদীপও।