
নিজস্ব প্রতিনিধি, আগরতলাঃ বিধানসভা উপনির্বাচনের বিজেপির কারচুপি করেছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধনপুর এবং বক্সনগর বিধানসভা উপনির্বাচনের গণনা বয়কটের কথা ঘোষণা করল বামেরা। ফলে ত্রিপুরা বামফ্রন্ট নেতৃত্বের এই সিদ্ধান্তের ফলে শুক্রবার দুই বিধানসভা আসনের গণনায় সিপিএম প্রার্থী বা তাঁদের এজেন্টদের দেখা যাবে না। ফলে শাসকদল বিজেপির জয় কার্যত নিশ্চিত। বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের সিংহ ভাগ।
মঙ্গলবার দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় সাড়ে ৮৬ শতাংশ ভোট পড়েছিল। বিরোধী বামফন্ট এবং কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে শাসকদল বিজেপি সন্ত্রাস করেছে, বহু বুথ দখল করে ছাপ্পা ভোট দিয়েছে বিজেপি।
ত্রিপুরা সিপিআইএম’র রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, ‘‘আমরা ভোটগ্রহণের শুরু থেকেই কারচুপি এবং সন্ত্রাস নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু দুঃখের বিষয় হল, বড় আকারের কারচুপি প্রতিরোধে কোনও পদক্ষেপ করা হয়নি।’’ তিনি জানান, বামফ্রন্ট উপনির্বাচন বাতিল এবং নতুন করে ভোটগ্রহণের আবেদন জানালেও নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে। তাই গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, বামফন্ট।