
মায়া নগরী মুম্বাইয়ে শুরু হল বিজেপি বিরোধী ২৮ টি রাজনৈতিক দলের বৈঠক। আর বৈঠকে ঢোকার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “দেশের যাতে সবচেয়ে ভাল হয়, তার জন্যই আমরা লড়াই করছি।”এদিন এক পাচতারা হোটেলে মমতা ছাড়াও বৈঠকে যোগ দান করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সপুত্র লালুপ্রসাদ যাদব, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল সহ আরও অনেকে। সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘরোয়া আলোচনায় মমতা এবং নীতীশ কুমার অভিন্ন ন্যূনতম কর্মসূচি এবং রাজ্যে রাজ্যে আসন বণ্টন করা নিয়ে ‘দ্রুত সিদ্ধান্ত’ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।