
তৃণমূলএর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা ছবি ঘিরে জোর সমলোচনা।বঙ্গ সিপিআইয়ের ক্ষোভের মুখে কেন্দ্রীয় নেতৃত্ব। ডি রাজার সমালোচনা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন বাংলার দুই তরুন সিপিআই নেতা সৈকত গিরি এবং রাজনীল মুখোপাধ্যায়। বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’নিয়ে কটাক্ষ বিজেপির।
তরুন সিপিআই নেতা রাজনীল মুখোপাধ্যায় ওঙ্কার বাংলাকে জানান, লোকসভা নির্বাচনের তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা তারা বিরোধী। তিনি আরও বলেন, বিজেপি, তৃণমূল দুই দলই গণতন্ত্র বিরোধী। তৃণমূল কংগ্রেস বাংলায় গণতন্ত্রকে হত্যা করেছে বলে দাবি করেন রাজনীল।