
বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে আসন সমঝোতা নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বামেদের মধ্যে। সূত্রের খবর মুম্বইয়ের বৈঠকে লোকসভা নির্বাচনের আসন সমঝোতা নিয়ে তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলায় স্পষ্ট আপত্তি জানান সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁকে সমর্থন করেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা। লিবারেশন, RSP সহ বেশ কয়েকটি দলের নেতাও CPIM এবং CPI এর পাশে দাঁড়ায় , বলে জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ বিজেপির। বঙ্গ বিজেপি নেতারা প্রশ্ন তুলেছেন জোটের ভবিষ্যৎ নিয়ে।