
বিজেপি বিরোধী ২৬ টি রাজনৈতিক দলের জোট INDIA‘র তৃতীয় বৈঠক আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর। বৈঠক হবে মুম্বইয়ে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল আগস্টের ২৫-২৬ তারিখে বৈঠকে বসবেন বিরোধী ২৬ টি রাজনৈতিক দলের জোট INDIA‘র নেতারা। কিন্তু ওই দিন গুলিতে জোটের বেশ কয়েকজন নেতা সময় দিতে পারছেন না। তাই ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে। তৃতীয় বৈঠকের আয়োজক মূলত শিব সেনা এবং এনসিপি।