
তামসী রায় প্রধান,ওঙ্কারঃ ভোট গ্রহণ শেষ হতেই বৃদ্ধি পেল দুধের দাম। সোমবার থেকেই ‘আমূল’ সারা দেশে তাঁদের দুধের দাম বাড়িয়েছে। প্রতি লিটার ২ টাকা বৃদ্ধি হয়েছে ‘আমূল’ দুধের দাম।
‘আমূল’ দুধ তৈরি করে ‘গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’। সংস্থার তরফে জানানো হয়েছে উৎপাদনের পাশাপাশি বন্টন খরচ বৃদ্ধি পেয়েছে আগের থেকে। তাই দুধের দাম বাড়ানো ছাড়া তাঁদের কাছে কোনও উপায় ছিল না। সেই প্রেক্ষিতেই লিটার প্রতি সব রকমের দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছে তারা।
প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ‘আমূল’ তাদের দুধের দাম বৃদ্ধি করেছিল। এদিকে মাদার ডেয়ারিও সোমবার থেকে বাড়িয়েছে দুধের দাম। মাদার ডেয়ারি দুধের দাম বৃদ্ধি পেয়েছে ২ টাকা করে।