
সঞ্জীব গোঁগোঁই, অসমঃ ফের বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অসমে।বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ভূমি ধস। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের। পাশাপাশি একাধিক জায়গায় আটকে পড়েছেন বহু মানুষ। রাজ্যের একাধিক জেলায় ভেসে গিয়েছে ঘরবাড়ি, সাধারণ মানুষের মাথা গোঁজার জায়গাটুকু নেই।
আতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অসমে। জলের তলায় একাধিক জেলা। বিপদসীমার উপর দিয়ে বইছে বরাক, কোপিলি ও কোশিয়ারা নদীর জল। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্তত ১০টি জেলা। বিস্তীর্ণ এলাকা জলের তলায় থাকায় উদ্ধারকাজেও অসুবিধা হচ্ছে। তবে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। নলবাড়ি, তামূলপুর, উদলগুড়ি, দারাং, ধেমাজি সহ একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রবল বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে প্রায় ১,৪০০ হেক্টর চাষের জমি জলের তলায় চলে গেছে।ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের। কমপক্ষে ৩০,০০০ গবাদি পশুর মৃত্যু হয়েছে জলে ডুবে। কত বাড়ি ভেসে গেছে তার হিসেব এখনও করা সম্ভব হয়নি। অসম বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ১ লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশ্রয় শিবিরে স্থান হয়েছে বহু মানুষের।