
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। এই অস্ট্রেলিয়ার কাছেই ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারতে হয় টিম রোহিতকে। যদিও সেই দলের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই এই অস্ট্রেলিয়া দলে। এদিকে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের অনেক প্রাক্তন ক্রিকেটার বলছেন যে দুবাইতে খেলার বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন,প্রত্যেক বার আলাদা পিচে খেলার কারণে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। যে তিনটে ম্যাচ দুবাইয়ে খেলেছি, প্রত্যেকটা আলাদা আচরণ করেছে। এটা আমাদের দেশের মাঠ নয়। এটা দুবাই। আমরা খুব বেশি ম্যাচ এখানে খেলি না। আমাদের কাছেও এই মাঠ নতুনের মতোই।
এখানে চার-পাঁচটা পিচে খেলা হচ্ছে। আমরা জানি না সেমিফাইনাল কোন পিচে খেলা হবে। যা-ই হোক, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে এতেই বোঝা যায় প্রত্যেক ম্যাচে পিচ আলাদা আচরণ করছে। ফলে আমরা কখনওই আগে থেকে জানতে পারি না।’ এদিকে বরুণ চক্রবর্তীকে নিয়ে কি চিন্তিত অস্ট্রেলিয়ান দল ! অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলছেন,’শুধুমাত্র বরুণ চক্রবর্তীই নন, ভারতের স্পিন আক্রমণ খুবই শক্তিশালী। আমাদের কাছে এই ম্যাচটা নির্ভর করবে, স্পিনের বিরুদ্ধে কেমন খেলছি। অবশ্যই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।’