
স্পোর্টস ডেস্ক :দুরন্ত জয় ভারতীয় দলের। সোমবার বিশ্বকাপের সুপার ৮-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ রানে জিতে শেষ চারে পৌঁছে গেলেন রোহিত শর্মা’রা। প্ৰথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময় ২০ ওভারে ২০৫ রান করেন রোহিত’রা। কুড়ি-বিশের ফরম্যাটে বড় রান চেজ করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলছিলেন ট্র্যাভিস হেড। তাই একটা সময়ে তাঁকে রুখে দেওয়াই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় দলের। ১৭তম ওভারে তাঁকে ফিরিয়ে ম্যাচ জেতার রাস্তা পরিষ্কার করে দেন জশপ্রীত বুমরাহ। এই সুবাদে ১৮১ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। ২৪ রানে ম্যাচটি জিতে সেমি ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেন রোহিত’রা।
এ দিন অজিদের বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমে আগুনে মেজাজে দেখা যায় অধিনায়ক রোহিত’কে। বিরাট কোহলি শূন্য রানে ফেরার পর গোটা দলকে দায়িত্ব নিয়ে সুরক্ষিত রানে পৌঁছে দেন ভারত অধিনায়ক। মাত্র ৪১ বলে তাঁর বিধ্বংসী ৯২ রানের ইনিংস ২০০’র গণ্ডী টপকাতে সাহায্য করে ভারতীয় দলকে। এ দিন অধিনায়কের ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৮টি ছক্কা দিয়ে। শেষের দিকে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া’ও। ২৭ রানে অপরাজিত থাকেন ভারতীয় অলরাউন্ডার। এ দিন জোড়া উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও মার্কোস স্টোইনিস। একটি উইকেট নেন জস হ্যাজলউড।
অস্ট্রেলিয়া’কে ২০৬ রান করা থেকে রুখতে গিয়ে একটা সময় বেশ খানিকটা চাপে পড়ে যেতে দেখা যায় ভারতীয় দলকে। ওপেন করতে নামা ট্র্যাভিস হেড এবং মিচেল মার্স দু’জনই দুরন্ত ব্যাটিং করছিলেন। মার্স’কে ৩৭ রানে থামানো গেলেও হেড নাজেহাল করে দেন ভারতীয় দলকে। কঠিন সময়ে বিপদ থেকে বাঁচতে বুমরাহ’র হাতে বল তুলে দেন রোহিত। সুযোগ পেয়ে নিজেকে প্রমান করে দেন বুমরাহ। বিধ্বংসী ট্র্যাভিস হেড(৪৩ বলে ৭৬)’কে আউট করে সাজঘরে ফেরান তিনি। আর হেড ফেরার সঙ্গে সঙ্গেই ভারতের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ভারতের দেওয়া বড় রান আর চেজ করতে পারেননি মিচেল মার্সের দল। ১৮১ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। এই সুবাদে ২৪ রানে ম্যাচটি জিতে সেমি ফাইনালে উঠে যায় ভারত।