
স্পোর্টস ডেস্ক :চেন্নাই টেস্টের প্রথম দিনের শেষে শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে ভারত। ৬ উইকেটে ৩৩৯ রান টিম ইন্ডিয়ার। ১০২ রানে অপরাজিত রবিচন্দ্রন অশ্বিন। ৮৬ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। সপ্তম উইকেটে ১৯৫ রানের পার্টনারশিপ। বাংলাদেশের বিরুদ্ধে যা রেকর্ড। দুই তারকা স্পিনারের ব্যাটে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিল ভারত। চিপকের উইকেটে বল হাতে জাদু দেখানোর আগে ভারতের এই স্পিন জুটি দলকে ভাল জায়গায় পৌঁছে দিল। টপ ফাইভকে অনায়াসে ফিরিয়ে দিলেও হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানাদের গলার কাঁটা হয়ে বিধলেন অশ্বিন, জাদেজা। তবে দিনের শুরুটা অন্যরকম ছিল। প্রথম দুই সেশন বাংলাদেশের। ৬ উইকেট তুলে নেয়। কিন্তু শেষ সেশন ভারতের। বিনা উইকেটে ওঠে ১৬৩ রান। যার মধ্যে সিংহভাগ রান অশ্বিনের।
সিলেবাসের বাইরের প্রশ্নপত্রে বিপাকে পড়ে দুই দল। প্রায় সাড়ে ছয় ফুটের নাহিদ রানার জন্য প্রস্তুতি নিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু হাসান মাহমুদ ভারতীয় ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন। তুলে নেন চার উইকেট। একইরকম ভাবে দুই মহাতারকাকে প্যাভিলিয়নে ফেরানোর ছক কষে রেখেছিল বাংলাদেশ। টপ ফাইভকে শুরুতে ফিরিয়ে দিলেও গলার কাঁটা হয়ে দাঁড়ায় অশ্বিন এবং জাদেজা। বুধবার চেন্নাইয়ে প্রথম সেশনেই ফিরে যান রোহিত শর্মা (৬), শুভমন গিল (০), বিরাট কোহলি (৬)। তিন উইকেটই নেন হাসান। ৩৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে ৬২ রান যোগ করে ঋষভ পন্থ, যশস্বী জয়েসওয়াল জুটি। দুর্ঘটনার পর প্রথম টেস্ট ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। ৫২ বলে ৩৯ রান করে আউট হন। অর্ধশতরান করেন যশস্বী। ৫৬ রান করেন। ১৪৪ রানে ৬ উইকেট হারায় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর এদিন শুরুটা দারুণ করে বাংলাদেশ