
ওঙ্কার বাংলা ডেস্ক: ক্ষমতার পালাবদলের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে তিক্ততা বেড়েছে। যা নিয়ে দুই দেশের অভ্যন্তরে চলছে চর্চা। সেই আবহে এবার বাংলাদেশের মহম্মদ ইউনুস সরকারের পদক্ষেপ নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারতে আসার কথা ছিল প্রশিক্ষণের জন্য। অন্তর্বর্তী সরকারের তরফে প্রথমে অনুমতি দেওয়া হলেও রবিবার বিচারকদের সেই সফরে নিষেধাজ্ঞা জারি করা হল।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ১০-২০ ফেব্রুয়ারি ওই প্রশিক্ষণে আসার কথা ছিল বাংলাদেশের বিচারকদের। কিন্তু বাংলাদেশের আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রক বিচারকদের সেই সফর বাতিল করে দিয়েছে। ভারত সরকারের খরচে ভারতে এসে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল বাংলাদেশের বিভিন্ন আদালতের বিচারক এবং বিচারবিভাগীয় আধিকারিকদের। কিন্তু পরে তা বাতিল করে দেওয়ায় নতুন করে তৈরি হয়েছে জল্পনা।