
স্পোর্টস ডেস্ক :টি-২০ বিশ্বকাপে টানা পাঁচ জয়। বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। শনিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৫০ রানে জিতলেন রোহিতরা। এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারে টিম ইন্ডিয়া। সোমবার অস্ট্রেলিয়া ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে তার ওপর টেবিলের পজিশন নির্ভর করবে। জয়ের অভ্যাস ধরে রাখতে চাইবেন রোহিতরা। শনিবার প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে ভারত। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশ। ম্যাচের সেরা হার্দিক পাণ্ডিয়া। ব্যাট হাতে অর্ধশতরানের পর এক উইকেটও তুলে নেন। একবার বাংলাদেশের কাছে হেরে ৫০ ওভারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ভারত।