
স্পোর্টস ডেস্ক :বৃহস্পতিবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন রোহিত শর্মা। ৪৫ দিনের বিরতির পর ক্রিকেটে ফিরবে ভারতীয় দল। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর নামবে বাংলাদেশ। তবে ভারতের মাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে শাকিব আল হাসানরা। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একনম্বরে রয়েছে ভারত। তবে বাংলাদেশকে হেলাফেলা করছে না টিম ইন্ডিয়া। তাঁদের বর্তমান ফর্ম নিয়ে সজাগ ভারতীয় দল। এই প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘সব দলই ভারতকে হারাতে চায়। ভারতীয় দলকে হারিয়ে ওরা মজা পায়। ওদের মজা নিতে দিন। ওদের কীভাবে হারাতে হয়, আমরা সেদিকে নজর দেব। আমরা ম্যাচ জেতার জন্যই এসেছি। ওরা আমাদের নিয়ে কী ভাবছে বা বলছে আমরা সেই নিয়ে ভাবতে পারব না। ইংল্যান্ডও এখানে এসে অনেক কিছু বলেছিল। তবে আমরা তাতে বিশেষ ফোকাস করিনি। আমাদের রেজাল্ট পাওয়া লক্ষ্য ছিল। এবারও তাই। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই। সম্প্রতি অনেক দলের বিরুদ্ধে খেলেছে ভারত। প্রতিপক্ষ নিয়ে না ভেবে, আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’
অন্যদিকে বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহ মনে করেন, ভারতের বিরুদ্ধে এই দু’ম্যাচের টেস্ট সিরিজ তাঁদের নিজেদের যাচাই করতে সাহায্য করবে। তাঁরা বুঝতে পারবে বাংলাদেশ দল কোথায় দাঁড়িয়ে আছে। হাথুরুসিংহ বলেন, ‘ভারতে এসে ভারতীয় দলের বিরুদ্ধে খেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেরাদের বিরুদ্ধে খেললে বোঝা যায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা সেটার অপেক্ষায় আছি।’