
নিজেস্ব প্রতিনিধিঃ হাসপাতালে ভর্তি হাসপাতালের সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ ফরেনসিক ডেমনস্ট্রেটর দেবাশিস সোম। ওয়াকিবহাল মহলের দাবি, সিবিআই জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে হাসপাতালে দেবাশিস সোম।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই নজরে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। হাজার অভিযোগ রয়েছে হাসপাতালের ফরেনসিক ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের বিরুদ্ধে। ইতিমধ্যেই আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা করেন প্রাক্তন সুপার আখতার আলি। তাঁর দাবি, সন্দীপের ‘ঘনিষ্ঠ’ হওয়ায় দেবাশিসও সমানভাবে আর্থিক দুর্নীতি কাণ্ডে যুক্ত।
প্রসঙ্গত, গত রবিবার দেবাশিস সোমকে কেষ্টপুরের বাড়িতে প্রায় টানা ৮ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এর পর বিকেল চারটে নাগাদ নথিপত্র নিয়ে নিজের গাড়ি চড়ে সস্ত্রীকে দেবাশিস পৌঁছন নিজাম প্যালেসে। সেখানে প্রায় ঘণ্টা চারেক তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর আবারও সোমবার সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন দেবাশিস।
দেবাশিসের পরিবার সূত্রে খবর শনিবার তাঁরে তার সুগার লেভেল আচমকাই কমতে থাকে। তাঁকে তড়িঘড়ি বাইপাসের ধারের এক বেওসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। জানা গিয়েছে সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ দেবাশিস সোম আইসিইউতে চিকিৎসাধীন। ওয়াকিবহাল মহলের দাবি, সিবিআই জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে হাসপাতালে ভর্তি হয়েছে সে। দেবাশিস সোম সরকারি হাসপাতালে না গিয়ে বেসরকারি হাসপাতালে গেল কেন এই নিয়ে প্রশ্ন তুলেছে বাম কংগ্রেস ও বিজেপি।