
অনুপ রায়, হাওড়াঃ ট্রেনের মধ্যে আক্রান্ত বাঙালি যাত্রীরা। দুন এক্সপ্রেসের ঘটনায় মঙ্গলবার সকালে হাওড়া আসার পর জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন যাত্রীরা। অভিযোগ, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বিহারের কুন্দ্রা স্টেশনে ট্রেনে উঠে যাত্রীদের মারধর করে। প্রায় দুশোজন মিলে হকি স্টিক, উইকেট, বেল্ট দিয়ে চলে অত্যাচার। মহিলা-সহ প্রায় দশজন যাত্রী আহত হন। রেল মদতে ফোন করে কোনওরকম সহযোগিতা পাননি বলে যাত্রীদের অভিযোগ। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা গোপালনগরের বাসিন্দা আহত যাত্রী দেবব্রত মুখোপাধ্যায়, রুদ্র তরফদাররা রবিবার রাতে ঋষিকেশ থেকে দুন এক্সপ্রেস ওঠেন। এস নাইন কামরায় ছিলেন তাঁরা। সোমবার রাতে বেনারস থেকে এক যাত্রী ওই কামরায় চড়েন। সংরক্ষণ না থাকলেও জোর করে ওই যাত্রীদের আসনে বসে পড়েন বলে অভিযোগ। জানলা দিয়ে গুটখার পিক ফেলায় তাঁকে বারণ করেন রুদ্র তরফদাররা। ছমাসের এক শিশু থাকা সত্বেও এভাবে পিক ফেলায় বিরক্ত হয়ে যাত্রীরা তাঁকে সিট ছাড়তে বাধ্য করেন। আরও অভিযোগ, এই ঘটনার পর সেখানে দাঁড়িয়েই ওই যাত্রী হুমকি দেন, ভাবুয়া রোড এলে দেখিয়ে দেবেন। তারপর মোবাইলে একের পর এক ফোন করে তিনি লোকজনকে স্টেশনে আসতে বলেন। বিহারের কুন্দ্রা স্টেশনে ট্রেনটি ঢোকার সময় রানিং ট্রেনে পঞ্চাশজনের মতো মানুষ ট্রেনটিতে ওঠে। তাঁদের হাতে ছিল লাঠি, হকি স্টিক, উইকেট, বেল্ট। তাই দিয়ে বেধড়ক মারধর করা হয় বাঙালি যাত্রীদের। যাত্রীদের কারও মাথা ফেটে যায়, ঘাড়ে লাগে, হাত ফুলে যায়। ট্রেনের ভিতরে তাণ্ডব চালিয়ে তারা ওই স্টেশনে নেমে যায়। নামার সময় মোবাইল, ব্যাগপত্তর ছিনিয়ে নিয়ে চলে যায় বলেও অভিযোগ। রেলের তরফে কোনও সহযোগিতা পাওয়া যায়নি বলে তাঁরা অভিযোগ করেন তারা।