
নিজেস্ব প্রতিনিধি, আমেদাবাদঃ দিল্লির পর এবার গুজরাতে। রাজকোট বিমানবন্দরের বাইরে একটি ছাউনির বিরাট অংশ হুড়মুড় করে ভেঙে পড়ল শনিবার। যদিও কেউ এই ঘটনায় হতাহত হননি। ভারী বৃষ্টি ও প্রবল হাওয়ার জেরে এদিন বিমানবন্দরের বাইরের ছাউনির একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে বলে খবর। শনিবার রাজকোটের হিরাসার আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের দিকে যাত্রী পিকআপ-ড্রপ এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল হাওয়ার জেরে ছাউনির একাংশ ভেঙে পড়ে। বিমানবন্দর সূত্রের খবর, বৃষ্টির ফলে জমা জলের কারণে ওই অংশটি ভেঙে পড়েছে।
উল্লেখ্য, গুজরাতে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। শনিবার কেন্দ্রীয় আবহাওয়া দফতর দক্ষিণ হলুদ সতর্কতা জারি করেছে গুজরাতে।
প্রসঙ্গত, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ ভেঙে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে দেশ উত্তাল হয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও চর্চার বিষয় হয়ে ওঠেছে বিষয়টি। শনিবারও দুর্ঘটনাগ্রস্ত এক নম্বর টার্মিনাল বন্ধ রয়েছে। তারমধ্যেই রাজকোটের ঘটনা দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।