
স্পোর্টস ডেস্ক :রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গারের মতো অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেয়নি বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। পন্টিং দাবি করেছিলেন, বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁকে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। এই দাবি অস্বীকার করে জয় শাহ বলেছেন, ‘আমি বা বিসিসিআই-এর পক্ষ থেকে অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি।’ রাহুল দ্রাবিড়ের পরিবর্তে যিনিই ভারতীয় দলের নতুূন প্রধান কোচ হন না কেন, তিনি বিদেশি হবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।ভারতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিসিসিআই সচিব বলেছেন, ‘আমাদের জাতীয় দলের জন্য উপযুক্ত কোচ বাছাইয়ের প্রক্রিয়া খুঁটিয়ে দেখতে হচ্ছে। সবদিক খতিয়ে দেখে তবেই কোচ বাছাই করতে হবে। যাঁদের ভারতীয় দলের পরিকাঠামোর বিষয়ে গভীর জ্ঞান আছে এবং যাঁরা বিশেষ উচ্চতায় পৌঁছে গিয়েছেন, তাঁদেরই বেছে নেওয়া হবে। টিম ইন্ডিয়াকে পরবর্তী উচ্চতায় নিয়ে যেতে হলে আমাদের কোচকে ঘরোয়া ক্রিকেটের কাঠামোর বিষয়ে গভীরভাবে জানতে হবে।