
নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস। তাতেই আটকে পড়েন প্রায় ৪০ জন শ্রমিক। সেই তালিকায় বাংলার ৩ জন শ্রমিক রয়েছেন বলে টুইটারে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু লেখেন, ‘আমি উত্তরাখণ্ড সরকারের সঙ্গে উদ্ধারকাজ নিয়ে কথা বলেছি। আমি জেনেছি সেনা ও এনডিআরএফ দিন রাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি উদ্ধারকাজ সম্পন্ন হবে। বাংলার জয়দেব প্রামাণিক, মণির তালুকদার ও সৌভিক পাখিরা আটকে পড়েছে বলে শুভেন্দু দাবি করেছে।
গত রবিবার রাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জাতীয় সড়কের উপরে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের মুখে ধস নামে। প্রায় ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁরা আটকে পড়েন। সোমবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, আটকে থাকা শ্রমিকদের পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। খাদ্য, জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে বলেই জানানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত উত্তরকাশী পুলিশ আধিকারিকরা পাইপের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের ধৈর্য্য গড়ে তুলছেন। সব শ্রমিক নিরাপদে আছেন, বলে জানিয়েছে উত্তরাখণ্ড সরকার।