
নিজস্ব প্রতিনিধিঃ প্রস্তাবে রাজি হলেন না নীতীশ কুমার। ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে বেছে নেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। কিন্তু! কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে তা নিয়ে রফা হল না শনিবারের ভারচুয়াল বৈঠকে।
ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে বেছে নেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম। শনিবার জোট শরিকদের সঙ্গে ভারচুয়াল বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ভারচুয়াল বৈঠকে, মূলত তিনটি বিষয় নিয়ে এদিন আলোচনা হওয়ার কথা ছিল।
প্রথমত, ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন, তাও চূড়ান্ত হওয়ার কথা ছিল এই বৈঠকে। আহ্বায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম উঠে এসেছিল। কিন্তু তিনি সেই পদ গ্রহণে রাজি হননি। তার পরই কংগ্রেস সভাপতির নাম আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়।
দ্বিতীয়ত, কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে। কিন্তু তা নিয়ে এদিনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলেই খবর।
তৃতীয়ত, কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কী কী এজেন্ডা নিয়ে এগোনো হবে, তা নিয়ে হয় আলোচনা হয় বলে জানা গিয়েছে।