
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ এবার সংবিধান থেকে ইন্ডিয়া নামকেই বাদ দিতে চাইলেন বিজেপির রাজ্যসভার সদস্য নরেশ বনসাল। শুক্রবার রাজ্যসভায় বিজেপির এই সাংসদ দাবি করেন ইন্ডিয়া নামটি উপনেবেশিক বৃটিশ প্রভুদের দেওয়া ক্রীতদাসের স্মৃতি বহন করে। তাই ইন্ডিয়া নামটি দেশের সংবিধান থেকে বাদ দেবার দাবি জানান বিজেপির রাজ্যসভার সাংসদ নরেশ বনসাল। এদিন রাজ্যসভায় নিজের ভাষণে নরেশ বনসাল বলেন ইন্ডিয়া নামটি বৃটিশ প্রভূদের দেওয়া। তার হাজার হাজার বছর আগে থেকেই এই দেশ ভারতবর্ষ নামে পরিচিত ছিল। আমাদের সংবিধান শুরুই হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বলে। ভাষণে নরেশ বনসাল আরও বলেন ১৫ অগাস্ট লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন বৃটিশ উপনিবেশিকতার সমস্ত চিহ্ণ আস্তে আস্তে মুছে ফেলা হবে। তারপরই তার সংগঠন দেশের সংবিধান থেকেও ইন্ডিয়া নামটি মুছে ফেলে হবে। এই প্রসঙ্গে বিজেপিকে পাল্টা খোঁচা মারতে ছাড়েনি কংগ্রেসও। কংগ্রেস বলেছে ইন্ডিয়া মুছে ফেললে প্রধানমন্ত্রীর মেড ইন ইন্ডিয়ার কি হবে ? এর আগে ২৬টি বিরোধী দলের মহাজোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভালপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোটকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকের পর মোদি বলেছিলেন ইন্ডিয়া নামে কি এসে যায় ? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদিনেও ইন্ডিয়া কথাটি রয়েছে। বিরোধীদের কটাক্ষ এখন থেকেই বিরোধীদের মহা জোট মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে বিজেপির কাছে, তাই ইন্ডিয়া নামটিতেই অ্যালার্জি গেরুয়া শিবিরের।