
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কারঃ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে হারাতে জোট বেধেছে বিরোধী দলগুলি। জোটের দল গুলির মধ্যেই আসন ভাগাভাগির আলোচনা শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ, দিল্লি, পঞ্জাব নিয়ে অস্বস্তি শুরু হয়েছে। এবার জোটধর্মকে মান্যতা দিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ওয়েনাড় কেন্দ্র থেকে প্রার্থী হতে বারণ করল সিপিআই।
কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে রাহুলকে সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছে বাম দলটি। সিপিআই-এর চিরাচরিত আসন ওয়েনাড়। কিন্তু সেই আসন থেকেই প্রার্থী হিসাবে দাঁড়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালের নির্বাচনে এই আসনে সিপিআই প্রার্থী পি.পি. সুনির হারিয়ে জয়ীও হয়েছিলেন রাহুল। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী যাতে এই আসন থেকে সরে দাঁড়ান, তার দাবি জানানো হয়েছে।
সিপিআইয়ের জাতীয় এগজেকিউটিভ কমিটির বৈঠকেই দাবি করা হয়, জোট ধর্ম মেনে কংগ্রেসের উচিত ওয়েনাড আসন সিপিআই-কে ছেড়ে দেওয়া। সূত্রের খবর, তবে সিপিআই-র এই দাবিকে কোনওভাবেই গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস।
বাংলার সিপিআই নেতা সৈকত গিরি বলেন, ওয়েনাড় কেন্দ্র তাদের দীর্ঘ দিনের। জোট ধর্ম মেনে রাহুল গান্ধীর ওই আসন টি ছেড়ে দেওয়া উচিৎ। কংগ্রেস সিপিআই’র টানাপোড়েন কে কটাক্ষ করতে ছারেনি বিজেপি।