
স্পোর্টস ডেস্ক :অভিষেকেই হার। কোচ হিসেবে প্রথম একদিনের সিরিজ হারলেন গৌতম গম্ভীর। তিন ম্যাচের সিরিজ ০-২ এ হার ভারতের। পরপর দুটি ম্যাচ হারলেন রোহিতরা। ২৭ বছর পর লজ্জার হার ভারতীয় দলের। ১৯৯৭ সালের পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। এদিন গম্ভীরের জমানায় সেই লজ্জার দিন এল। ১১০ রানে বিশাল জয় শ্রীলঙ্কার। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে মাত্র ২৬.১ ওভারে ১৩৮ রানে অলআউট ভারত। স্পিনের সামনে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের। পাঁচ উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে। রোহিত শর্মা ছাড়া কেউই দাঁড়াতে পারেনি। শেষদিকে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু তার আগেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়।শ্রীলঙ্কার প্রথম সারির স্পিনাররাই যে শুধু উইকেট নিয়েছেন, তা নয়। তাদের পার্টটাইম স্পিনার ক্যাপ্টেন চরিত আসালঙ্কাও রয়েছেন উইকেট শিকারের তালিকায়। তেমনই আট মাস পর ওডিআইতে কামব্যাক করেই ৬ উইকেট নিয়েছিলেন জেফরি ভ্যানডারসে। আর শেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তরুণ বাঁ হাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। গম্ভীর-রোহিত জুটির প্রথম সিরিজেই হার। স্পিনারদের মোকাবিলা প্রশ্নে অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ‘সিরিজ হার হয়তো বিশাল বড় চিন্তার বিষয় নয়, তবে আমাদের কিছু জিনিস নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। আমাদের ব্যক্তিগত গেমপ্ল্যান। এই সিরিজে আমরা বেশ কিছু মুহূর্তে চ্যালেঞ্জের সামনে পড়েছি। হার মানেই পৃথিবী ধ্বংস হয়ে গেল তা নয়। ছেলেরা গত কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলছে। এমন হার হতেই পারে। আমার মনে হয়, অনেক বিষয় নিয়েই ভাবা উচিত। বিশেষ করে এই ধরনের স্পিন সহায়ক পিচে আমাদের খেলার স্টাইল কী হবে, সেটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’