
নিজেস্ব প্রতিনিধিঃ দুয়ারে লোকসভা ভোট। আগামী শুক্রবার প্রথম দফায় ভোট গ্রহণ। আর ভোটের আগে এখন পর্যন্ত ৪৬৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের আগে এটাই সর্বোচ্চ বাজেয়াপ্ত করা নগদ ও সামগ্রীর টাকার পরিমাণ।
এতদিন সর্বোচ্চ পরিমাণ বাজেয়াপ্ত করার রেকর্ড ছিল ২০১৯ সালে। লোকসভা ভোটের প্রথম দফার নির্বাচনের চারদিন আগেই ভেঙে গেল সেই রেকর্ড। কমিশনের হিসাব মতে, এ বছর গত ১ মার্চ থেকে এ পর্যন্ত প্রতিদিন গড়ে ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যা গত লোকসভা ভোটের চেয়েও কয়েকগুন বেশি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে নগদ টাকা, মদ, মাদক, সোনারুপোর গয়না এবং বিভিন্ন ধরনের খয়রাতির দ্রব্য। বিভিন্ন ধরনের মাদকই মোট বাজেয়াপ্ত মালের ৪৫ শতাংশ। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ২০৬৮.৮ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে এ বছর। খয়রাতি বা উপহার জাতীয় সামগ্রী ধরা পড়েছে ১১৪২.৪৯ কোটি টাকার। গতবার যা ছিল ৬০.১৫ কোটির। নগদ টাকার পরিমাণ হল ৩৯৫.৫ কোটি। উল্লেখ্য, ২০১৯ সালে নগদ ধরা পড়েছিল ৮৪৪ কোটি টাকা।