
স্পোর্টস ডেস্ক :
আগামী বছর প্রজাতন্ত্র দিবসের আগের রাতে বছর ২৫ জানুয়ারি ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি২০ ম্যাচ পেলো কলকাতার ইডেন গার্ডেন্স। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে আবার ভারতীয় দল খেলবে ক্রিকেটের নন্দনকাননে। এদিন বিসিসিআই ভারতীয় দলের ঘরের মাঠে ম্যাচের যে সূচি ঘোষণা করেছে তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজের ২২ জানুয়ারি প্রথম টি২০ চেন্নাইতে।২ ৫ তারিখ ম্যাচ কলকাতায় এছাড়া ২৮ জানুয়ারি রাজকোট, ৩১ জানুয়ারি পুনে আর ২ ফেব্রুয়ারী মুম্বই তে ম্যাচ এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। ৬ ফেব্রুয়ারী নাগপুরে প্রথম ম্যাচ এছাড়া ৯ ফেব্রুয়ারী কটকে আর তৃতীয় ওয়ান ডে ১২ ফেব্রুয়ারী আহমেদাবাদে।
দেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট মরসুম শুরু হচ্ছে সেপ্টেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ভারত। এরপর বাংলাদেশের বিরুদ্ধেই তিন ম্যাচের টি২০ সিরিজ।
অক্টোবরের মাঝামাঝি শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট কানপুরে। ৬, ৯ ও ১২ অক্টোবর ভারত তিনটি টি২০ আন্তর্জাতিক বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ধরমশালা, দিল্লি ও হায়দরাবাদে।
এরপরই১৬ অক্টোবর ভারত আর নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে বেঙ্গালুরুতে ২৪ অক্টোবর দ্বিতীয় টেস্ট পুনেতে আর ১ নভেম্বর শেষ টেস্ট মুম্বইতে খেলবে।