
স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদে ধরাশায়ী বিরাটহীন ভারত বাজবল বনাম স্পিনবল, এরমধ্যে কে এগিয়ে তা দেখতেই সবার চোখ রয়েছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দিকে। সেই সিরিজের প্রথম ম্য়াচেই মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়ার। ঘরের মাঠের পিচ বুঝতে না পেরে চতুর্থ দিনের শেষেই ম্যাচ হেরে গেল ভারত। ইংল্যান্ডের স্পিন ও বেন স্টোকসের পরিকল্পনায় শেষ দিন পর্যন্তও যেতে পারল না টিম ইন্ডিয়া। ২৮ রানে ম্য়াচ জিতল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে ২৩১ রানের টার্গেট রাখে ইংরেজ শিবির। শুরু থেকেই পরপর উইকেট হারাতে থাকে ভারতীয় শিবির। অধিনায়ক রোহিত কিছুটা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তবে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় তাঁকে ফেরান টম হার্টলি। কে এল রাহুল করেন ২২ রান। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রোহিতরা। শেষদিকে শিখর ভরত এবং অশ্বিন কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু শিখর এবং অশ্বিন দুজনেই ২৮ রান করে আউট হওয়ার পর ভারতের আশা শেষ হয়ে যায়। প্রথম ইনিংসের টপ স্কোরার জাদেজা রান আউট হন। তবে এত সবের মাঝেও অলি পোপের ধর্য্যশীল ১৯৬ রানের ইনিংসটির কথা না বললেই নয়। এই ধরণের পিচে ব্যাট করা তিনি শিখিয়ে দিলেন সকলকে। মূলত তাঁর হাত ধরেই দ্বিতীয় ইনিংসে চারশোর গণ্ডি পার হয় ইংরেজরা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বুমরাহ ৪ টি এবং অশ্বিন ৩ টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ভারতীয় শিবিরে ধস নামাল টম হার্টলি। তিনি একাই ৭ টি উইকেট নেন। ঘরের মাঠে চারদিনেই রোহিতদের হারাল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বেন স্টোকসরা।