
স্পোর্টস ডেস্ক :——–হায়দরাবাদ টেস্ট ম্যাচে জয় ও ভারতীয় দলের মাঝে ব্যবধান গড়ে তুলেছেন ইংল্যান্ডের ব্যাটার অলি পোপ। তাঁকে আউট করতে পারলেই জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে ভারতীয় দল। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৩১৬। ভারতের চেয়ে ১২৬ রানে এগিয়ে ইংল্যান্ড। ২০৮ বলে ১৪৮ রান করে অপরাজিত পোপ। তিনি ১৭টি বাউন্ডারি মেরেছেন। ১৬ রান করে অপরাজিত রেহান আহমেদ। রবিবার চতুর্থ দিন প্রথম সেশনে যত দ্রুত সম্ভব পোপকে আউট করার লক্ষ্যে মাঠে নামবেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা। ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে খুব বেশি লিড নিতে দিলে চলবে না। সেই পরিকল্পনা অনুযায়ীই খেলার চেষ্টা করছে ভারতীয় দল। দিনের শেষে ইংল্যান্ড ৩১৬ রান উইকেট হারিয়ে লিড ১২৬ রানের।