
নিজেস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ বৃদ্ধ শ্বশুরের পুরুষাঙ্গ কেটে নিল বৌমা। ঘটনাটি ঘটেছে গুজরাটের খেদা জেলায়। পুলিশ সূত্রে খবর, বিদেশ যাওয়ার জন্য দু’লক্ষ টাকা চেয়েছিলেন বৌমা। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন শ্বশুর। টাকা না পেয়ে শ্বশুরকে ভারী বস্তু দিয়ে মেরে খুন করে তরুণী বৌমা। এমনকি খুনের পর শ্বশুরের পুরুষাঙ্গও কেটে নিয়েছে ‘ধন্যি’ পুত্রবধূ।
পুলিশ সূত্রে খবর, তরুণী জেরার মুখে জানিয়েছেন, বছর ৭৫-এর বৃদ্ধ শ্বশুরের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল। শারীরিক সম্পর্কের পরিবর্তে শ্বশুর মশাই তাঁকে টাকা দিতেন নিয়মিত। লোকচক্ষুর আড়ালে শ্বশুর বউমার রসায়ন ছিল বেশ জমজমাট। কিন্তু সম্প্রতি তরুণীর সঙ্গে, ফেসবুকে এক যুবকের আলাপ হয়। দুজনের মধ্যে আলাপ থেকে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকে তরুণী মন দিয়ে ফেলে। যুবক তাঁকে নিয়ে বিদেশে ঘুরতে যাবার পরিকল্পনা করেন। বিদেশে যাওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে টাকা চেয়েছিলেন পুত্রবধূ। কিন্তু সেই টাকা দিতে রাজি না হওয়ায় খুনের সিদ্ধান্ত নেন তিনি।
ধৃত তরুণী পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে, আরও জানিয়েছে, তাঁর স্বামী পুরুষত্বহীন। নিজের চাহিদা মেটাতেই শ্বশুরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু বৃদ্ধ শ্বশুরের থেকে তাঁর শরীরি খিদা মিটছিল না। সে সময় ফেসবুকে পরিচয় ওই যুবকের সঙ্গে। দুজন মিলে থাইল্যান্ডে ঘুরতে যাবার ‘প্ল্যান’ করেন। কিন্তু শ্বশুর টাকা না দেওয়ার জন্য তাদের থাইল্যান্ড ট্যুর ভেস্তে যায়। রাগের মাথায় ভারী কোনও বস্তু দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করেন পুত্রবধূ। তারপর বৃদ্ধের পুরুষাঙ্গও কেটে নেন।