
স্পোর্টস ডেস্ক :ভারতীয় দলের ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তারকা ক্রিকেটার। বিসিসিআইয়ের পছন্দের তালিকায় একনম্বরে জন্টি রোডস। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ফিল্ডার দক্ষিণ আফ্রিকান। ক্রিকেটজীবনে একাধিক উড়ন্ত ক্যাচ নিতে দেখা গিয়েছে জন্টিকে। এখনও পর্যন্ত কথাবার্তা চূড়ান্ত না হলেও, তাঁকে ফিল্ডিং কোচ করার চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির খোঁজ চলছে। এই পদের জন্য ফেভারিট গৌতম গম্ভীর। শোনা যাচ্ছে, কেকেআরের মেন্টরের কোচ হওয়া সময়ের অপেক্ষা। বোর্ডের কাছে বেশ কয়েকটা দাবি রেখেছিলেন গম্ভীর। সূত্রের খবর, বোর্ড নাকি সবই মেনে নিয়েছে এবং গ্রিন সিগন্যাল দিয়েও দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। বোর্ডের এক কর্তা জানান, তাঁদের সঙ্গে গম্ভীরের কথা হয়েছে। টি-২০ বিশ্বকাপের পর গৌতি দলের সঙ্গে যোগ দেবেন। বর্তমানে পরশ মামরে এবং টি দিলীপ যথাক্রমে দলের বোলিং এবং ফিল্ডিং কোচ। তবে তাঁদের মেয়াদও শেষের দিকে। গম্ভীর তাঁর সঙ্গে পছন্দের কোচিং স্টাফ নিয়ে আসবেন। ২০১৯ সালে ফিল্ডিং কোচের জন্য আবেদন করেছিলেন জন্টি রোডস। কিন্তু বোর্ড আর শ্রীধরকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়।