
নিজেস্ব প্রতিনিধি,উত্তর প্রদেশঃ হাথরাসে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আশ্বাস দিলেন, তাঁর দল কংগ্রেস সবরকমভাবে স্বজনহারাদের পাশে থাকবে। শুক্রবার সাতসকালে হাথরাসের দুর্ঘটনায় স্বজনহারাদের সঙ্গে দেখা করেন রাহুল।
রাহুল গান্ধী উত্তর প্রদেশের হাথরাস যাবেন, একদিন আগেই জানিয়েছিল কংগ্রেস। তিনি দিল্লি থেকে প্রথমে তিনি যান আলিগড়। হাথরাস কাণ্ডে মৃতদের মধ্যে বেশ কয়েকজন আলিগড়ের বাসিন্দা ছিলেন। সেখানে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আশ্বাস দেন পাশে দাঁড়ানোর। তার পর চলে যান হাথরাসে। সেখানকার স্বজনহারাদের সঙ্গেও কথা বলেন রাহুল। স্বজনহারাদের পাশে থাকআর বার্তাদেন।
প্রসঙ্গত, হাথরাসের ভোলে বাবার অনুষ্ঠানে গিয়ে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় কম্পক্ষে ১২৬ জনের। জখম বহু। অনুষ্ঠান কে ঘিরে একের পর এক বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। মর্মান্তিক ঘটনার ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উলেখ্য, এর আগে ২০২০ সালে হাথরাস গণধর্ষণ কাণ্ডের পর সেখানে গিয়েছিলেন রাহুল। সেবার হাথরাস যাওয়ার পথে বারবার বাধা দিয়েছিল পুলিশ। এবার তেমন বাধার মুখে পড়তে হয়নি।