
স্পোর্টস ডেস্ক :কষ্টার্জিত জয় দিয়ে শুরু করল ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারাল শ্রীজেশরা। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত সিং, মনদীপ সিং এবং বিবেক প্রসাদ। অলিম্পিকে হকিতে প্রথম ম্যাচেই ধাক্কা খেতে পারত ভারত। পার্থক্য গড়ে দেয় হরমনপ্রীত সিং এবং পিআর শ্রীজেশ। ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে জয়সূচক গোল করেন হরমনপ্রীত। বেশ কয়েকটি ভাল সেভ করেন শ্রীজেশ। তবে জয়ের পথটা মসৃণ ছিল না ভারতের। শুরুতে পিছিয়ে পড়ে ভারত। ম্যাচে সমতা ফেরাতে চতুর্থ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয়। ২-২ হওয়ার পর স্নায়ু ধরে রেখে জয় তুলে নেয় ভারত। ম্যাচের ৪ মিনিটে, ভারতের অভিষেক নিউজ়িল্যান্ডের ডি-বক্সে ঢুকেই শট নেন। তবে তা বাঁচিয়ে দেন নিউজ়িল্যান্ড গোলকিপার। কিন্তু কিছুক্ষণ পরেই পেনাল্টি কর্নার পায় নিউজ়িল্যান্ড। সেখান থেকে গোল করে কিউয়িদের এগিয়ে দেন স্যাম লেন। অন্যদিকে, সবুজ কার্ড দেখেন গুরজন্ত সিংহ।বিরতির ঠিক ৫ মিনিট আগে সমতা ফেরায় ভারত। রক্ষণের ভিড় টপকে গোল করে যান মনদীপ সিং।এরপরই ছন্দে চলে আসে গোটা দল। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল পেয়ে যায় ভারত। গোল করে ব্যবধান বাড়ান বিবেক সাগর প্রসাদ। কিন্তু সেই গোল নিয়ে আবার প্রতিবাদও করতে দেখা যায় নিউজ়িল্যান্ডকে। আর এই ম্যাচে গোলকিপার পিআর শ্রীজেশের কথা বলতেই হয়। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার কয়েকমুহূর্ত আগে একটি দারুণ সেভ করেন তিনি।
তবে চতুর্থ কোয়ার্টারে গোল খেয়েই ফের ম্যাচে ফিরে আসে ভারত। খেলা শেষ হওয়ার একটু আগে একের পর এক পেনাল্টি কর্নার আদায় নিউজ়িল্যান্ড। মনে হচ্ছিল যেন, এই ম্যাচে ভারতের ফিরে আসা বেশ কঠিন। তারই মধ্যে একটি গোলও করে করে দেন সাইমন চাইল্ড।
কিন্তু খেলার একেবারে শেষদিকে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় ভারত। সেখান থেকেই গোল করে যান হরমনপ্রীত। আর এই জয়সূচক গোলের সুবাদেই ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় ভারত।