
স্পোর্টস ডেস্ক :জয় দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ৪৬ বল বাকি থাকতে জয়। একপেশে ম্যাচ। বলে জ্বলে উঠলেন হার্দিক পাণ্ডিয়া, যশপ্রীত বুমরা। ব্যাটে রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্ধশতরান পেলেন ভারত অধিনায়ক। ৩৬ বলে অর্ধশতরানে পৌঁছে যান। ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হন। ইনিংসে ছিল ৩টি ছয়, ৪টি চার। প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ৯৬ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে ১২.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। জল্পনার অবসান ঘটিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা-বিরাট কোহলি। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও এদিন ব্যর্থ। ৫ বল উইকেটে ছিলেন। মাত্র ১ রান করেন। পাঁচদিন পর দলের সঙ্গে নিউইয়র্কে যোগ দেন কোহলি। বাংলাদেশ ম্যাচ খেলেননি। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হয়নি। যা এদিন দেখেই বোঝা গেল। শুরুতে নড়বড়ে দেখায় রোহিতকেও। প্রথম ওভারেই মার্ক অ্যাডেয়ারের বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলে আইরিশরা।