
ওঙ্কার ডেস্ক: টানা ১৫ মাস ধরে সংঘর্ষ চলছে গাজায় হামাস এবং ইজরায়ালের মধ্যে। অবশেষে দুই পক্ষ যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে। সেইসঙ্গে বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়েও রাজি হয়েছে উভয়পক্ষ। আর এই বিষয়টিকে স্বাগত জানাল ভারত।
বৃহস্পতিবার একটি বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা বন্দিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির চুক্তির ঘোষণাকে স্বাগত জানাই। আমরা আশা করি এটি গাজার জনগণকে মানবিক সহায়তার একটি নিরাপদ এবং টেকসই সরবরাহের দিকে নিয়ে যাবে। আমরা ধারাবাহিকভাবে সকল বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি এবং আলাপ আলোচনা ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছি।’
গাজায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছেছে হামাস এবং ইজরায়েল। দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে কাতার। রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হবে বলে মধ্যস্থতাকারীর পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে উভয় দেশের মধ্যে বন্দি বিনিময়ও হবে।