
নিজেস্ব প্রতিনিধি, ছত্তিশগড়ঃ ফের মাও নাশকতা । বৃহস্পতিবার গভীর রাতে চক্রধরপুর শাখার গোইলকেরা এবং পোসাইতা স্টেশনের মাঝে রেললাইনের বেশ খানিকটা অংশ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় মাওবাদীরা। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয় মাওবাদী পোস্টার দিয়ে। যার জেরে হাওড়া-মুম্বই শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। রেল মন্ত্রক সূত্রে খবর, লাইন মেরামতির কাজ চলছে। হাওড়া-মুম্বই, শালিমার-মুম্বই শাখার বেশ কিছু ট্রেন বাতিল এবং বিলম্বিত। প্রসঙ্গত, শুক্রবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। তবে সেভাবে সাড়া মেলেনি।