
নিজেস্ব প্রতিনিধিঃ অমরনাথ যাত্রা শেষ হতেই উপতক্যায় বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তে পারে। এমনই ইঙ্গিত বিজেপির দলীয় সূত্রে। বৃহস্পতিবার পদ্ম শিবিরের কাশ্মীরের নেতাদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি ইঙ্গিত দেন, অমরনাথ যাত্রার পরই কাশ্মীরের ভোট ঘোষণা হয়ে যাবে। কাশ্মীরের বিজেপি নেতাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। তারপরই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে বিজেপি সূত্রে খবর। জানা গিয়েছে, বিজেপি জম্মু ও কাশ্মীরের নির্বাচনে সরাসরি কোনও দলের সঙ্গে জোটে করতে চাইছে না। তবে সমমনোভাবাপন্ন রাজ নৈতিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা করবে বলে প্রাথমিক ভাবে খবর। প্রসঙ্গত, ২০১৮ সালের পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়নি।