
নিজস্ব প্রতিনিধি,উত্তরাখণ্ডঃ ফের উত্তরাখণ্ডে ভূমিধস। রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে ঘটনাটি ঘটেছে। ধসের নীচে কমপক্ষে ১০ থেকে ১২ জনের চাপা পড়ার আশঙ্কা। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে, বলে দাবি বিপর্যয় মোকাবিলা বাহিনীর। চলছে উদ্ধার কাজ।
কেদারনাথের যাত্রা পথে গৌরীকুণ্ড। সেখানেই ভূমিধস নামে। মাটির নীচে চাপা পড়েছে একাধিক দোকানঘর। ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ার আশঙ্কা। রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে ঘটনাটি ঘটেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে।
সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে দিলীপ সিংহ রাজওয়ার জানিয়েছেন, ধসের নীচে কমপক্ষে ১০ থেকে ১২ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে”।
স্থানীয় সূত্রে খবর, গৌরীকুণ্ডের কাছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা তৈরির জন্য খোদাই এর কাজ চলছিল। সেখানেই বৃহস্পতিবার রাতে ধস নামে।