
মাঝ রাস্তায় হঠাৎ বিকল বাস। দাঁড়িয়ে থেকে সেই বাস ঠিক করার চেষ্টা করছিলেন চালক ও সহকারী। পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারল ট্রাক। নিমেষে তুবড়ে গেল বাসের পিছনের অংশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। বুধবার ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে জয়পুর-আগ্রা জাতীয় সড়কের উপরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি গুজরাট থেকে মথুরা যাচ্ছিল। ভরতপুরের হান্তরা সেতুর কাছে হঠাৎ বিকল হয়ে যায় বাসটি। বাসের চালক রাস্তার পাশে বাসটি দাঁড়় করিয়ে সারাই করার চেষ্টা করছিলেন। এমন সময় পিছন থেকে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাসটির পিছনের অংশ।