
ওঙ্কার ডেস্ক:অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারতের লজ্জার হারের পর আরো কঠিন হয়ে পড়ল WTC ফাইনালের রাস্তা। দ্বিতীয় টেস্ট হেরে পয়েন্ট তালিকায় প্রথম স্থান হারাল ভারত। ব্যাটিং-বোলিং সবেই বিপর্যয়ের জেরে ১০ উইকেটে টেস্ট হারল ভারত। ভারতের কাছে অভিশপ্তই থেকে গেল অ্যাডিলেড, এর আগেও এই অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হার ভারতের আর এবার ১০ উইকেটে হার। এই লজ্জার হারের পর ভারতকে ভাবাচ্ছে WTC এর ফাইনাল। হারের পর WTC এর তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া এবং ভারত পিছিয়ে গেল তৃতীয় স্থানে। ১৪ টি টেস্ট খেলে সম্ভাব্য ১৬৮ পয়েন্টের মধ্যে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০২ এবং ন’টি টেস্ট খেলে, ১০৮ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৬৪। সেখানে ১৬ টি টেস্ট খেলে সম্ভাব্য ১৯২ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। এই পয়েন্ট শতাংশের নিরিখে উপরে থাকা ২ টি দল WTC ফাইনালে খেলে। কিন্তু সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল ভারত।
এই ম্যাচে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচলেও মাত্র ১৯ রানের টার্গেট দেয় ভারত। প্রথম দিন থেকেই বিপর্যয় নামে ব্যাটিং লাইনআপে। আগের ম্যাচে সেঞ্চুরি করা যস্বশী জয়সয়াল ফিরে যান প্রথম বলেই, রাহুল-গিলের পার্টনারসিপের পর আর দাঁড়াতে পারেনি কেউই কামিন্স স্টার্কদের আগুনে বোলিংএর সামনে। দ্বিতীয় ইনিংসেও ধস নামে ভারতের ব্যাটিংএ। ভারতের হয়ে একমাত্র লড়াই করেছিল জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নামা নীতিশ কুমার রেড্ডি। বোলিং পারফরম্যান্সেও বুমরা ছাড়া দাগ কাটতে পারেনি তেমন কেউই, আডিলেডের পিছে লাইন খুঁজে পেতে নাজেহাল হয়েছে সিরাজ – হর্ষিতদের। এছাড়াও টসে জিতে রোহিতের ব্যাটিং নেওয়ার শীঢণাট নিয়ে ও ঝড় উঠেছে সমালোচনার।এই অবস্থায় WTC এর ফাইনালে পৌঁছতে হলে ভারতকে জিততে হবে তিনটি টেস্টই। কিন্তু দলের দুই সিনিয়র প্লেয়ার রোহিত ও বিরাটের অফ ফর্ম ও দলের বাকিদের পারফরম্যান্সের কথা মাথায় রেখে নতুন কোন মাস্টার প্যাপ্ন নিয়ে মাঠে নামতে হবে গম্ভীর- রোহিতকে।