
ওঙ্কার অনলাইন ডেস্ক:মুম্বইয়ের অভিজাত হোটেলে বসেছে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক। পাটনা, বেঙ্গালুরুর পর ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা রোডের একটি হোটেলে । ২৪ শের লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট এই বৈঠক থেকেই উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এই মেগা বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ে। মুম্বই পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, সোনিয়া গান্ধী, কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট রাহুল গান্ধী, কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্যরা। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ইন্ডিয়া জোটের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগেন রাহুল গান্ধী।